ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২
সোমবার টংগিবাড়ী উপজেলার আবদুল্লাহ পুর ইউনিয়নের সাধুঘোষ মন্দির এর বাৎসরিক একনাম ও কীর্ত্তন অনুষ্টান একথা বলেন সাগুফতা ইয়াসমীন এমিলি .

হিন্দু মুসলিম এর মধ্য ভাতৃত্যবোদ একমাত্র শেখ হাসিনার সরকার এর মাধ্যমে সম্ভব :এমিলি

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩ এপ্রিল ২০১৮ ০০:১৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩ এপ্রিল ২০১৮ ০০:১৫

 হিন্দু মুসলিম এর মধ্য ভাতৃত্যবোদ একমাত্র শেখ হাসিনার সরকার এর মাধ্যমে সম্ভব    আজ সোমবার টংগিবাড়ী উপজেলার আবদুল্লাহ পুর ইউনিয়নের সাধু ঘোষ মন্দির এর বাৎসরিক একনাম ও কীর্ত্তন এ হিন্দু ভাই বোনদের সাথে অনুষ্টান একথা বলেনমুন্সিগঞ্জ ২ আসনের মাননীয় সংসদসদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। 

উপস্হিত ছিলেন জনাব আব্দুর রহিম, ইউনিয়ন চেয়াম্যান ও সভাপতি- আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামীলীগ। জনাব জাকির হোসেন নয়ন- সাধারণ সম্পাদক, ইউনিয়ন আওয়ামীলীগ। জনাব জহিরুল হক লিটনঢালী, চেয়ারম্যান, আউটশাহী ইউনিয়ন পরিষদ। . তিনি বলেন এই সরকারের আমলে সংখ্যালঘু আর সংখ্যা গুরু বলে কিছু নাই ।

এ খন হিন্দু মা বোনদের কেউ ধর্ষণ করেনা , তাদের ঘরবাড়িসহ সব কিছু আজ নিরাপদ , তা সম্ভব হয়েছে একমাএ শেখ হাসিনার নৌকা মার্কার সরকার খমতায় থাকার কারনে । এমিলি এই সৌহারদ্য ও সমপিরিতি বজায় রাখার জন্য আবার নৌকায় ভোট চান পরে তিনি মা বোনদের সাথে কুশলাদি বিনিময় করেন ও তাদের খোঁজখবর নেন



আপনার মূল্যবান মতামত দিন: