odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

জনপ্রিয় অ্যাকশন অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৭ April ২০১৮ ১৬:২১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৭ April ২০১৮ ১৬:২১

অস্ত্রোপচার শেষে বাড়ি ফিরলেন আর্নল্ড শোয়ার্জনেগারআর্নল্ডের মুখপাত্র ড্যানিয়েল কেচশেল শুক্রবার টুইটারে বলেন, ‘শোয়ার্জনেগার বাড়ি ফিরে এসেছেন।’
খবর এএফপি’র।

জনপ্রিয় অ্যাকশন অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। একটি রুটিন অপারেশনের পর তার হৃদযন্ত্রে জটিলতা দেখা দিলে তার ওপেন হার্ট সার্জারি করা হয়। অস্ত্রোপচারটি সফল এবং তিনি সুস্থ আছেন।

এর আগে ১৯৯৭ সালেও তার হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়।
তিনি ‘টার্মিনেটর’, কমান্ডো, র’ ডিল, দ্য রানিং ম্যান, টুইন্স, টোটাল রিকল, কিন্ডারগার্টেন কপ, লাস্ট অ্যাকশন হীরো, জঙ্গল অল দ্য ওয়ে, দ্য সিক্সথ ডে, এক্সপেন্ডেবলল ২ সহ বিশ্ব কাঁপানো বহু সুপার হিট সিনেমা উপহার দিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: