ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

বাংলাদেশে সকলের সমান অধিকার বাস্তবায়নে শেখ হাসিনা নিরলস পপরিশ্রম করে যাচ্ছে - এমিলি

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৮ ১৬:৫৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৮ ১৬:৫৩

২৯শে এপ্রিল রোজ রবিবার সকাল ১০ টায়, খড়িয়া, কুমারভোগ,লৌহজং এ উওরন আয়োজিত

সুবিধা বঞ্চিত দের সামাজিক সুবিধা প্রদান বিষয় এক জনসভয় প্রধান অতিথির বক্তব্যে মুন্সিগঞ্জ ২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন

রাষ্ট্রের উপর সমান অধিকার, কিন্তু আমরা এসব ভূলে যাই, শ্রেণিবৈশম্য তৈরি করে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করি,আমরা ভুলে যাই ভাসমান নৌকায় বসবাস করা আসহায় মানুষগুলোর আমাদের মত একটা জিবন আছে, আছে তাদের বাবা, মা, আমাদের মত তাদের ও আছে সন্তান, কিন্তু তাদের জিবন যাপন করতে হয় নৌকায়, আমরা একসাথে ওদের সব সমস্যা একসাথে পারবোনা হয়ত তবে একটু একটু করে ওদের কি-পয়েনট গূলো চিহ্নিত করে, সকলে মিলে ওদের সহোযোগিতার হাত বারিয়ে দেই।তাহলে ওরার আমাদের সমাজে বোঝা না হয়ে আমাদের সম্পদে রুপান্তরিত হবে। সুবিধা বঞ্চিত বেদে শিশুদের জন্য উত্তরণ শিক্ষালয় ও কম্পিউটার সেন্টার এর শুভ উদ্ভোধন ও এর কার্যক্রম পরিদর্শন কালে এসব কথা বলেন এমিলি।

এমিলি আরো বলেন বাংলাদেশের পুলিশ জনগনের বন্ধু তার নিদর্শন এ উওর সংগঠন, তিনি পুলিশের অতিরিক্ত ডিআইজি ও উওরন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান কে ধন্যবাদ যানান সুবিধা বঞ্চিত দের জন্য এমন মহতি উদ্দ্যগ গ্রহণ করার জন্য

সভাপতিত্ব করেনঃ জনাব হাবিবুর রহমান, বি পি এম,(বার)- অতিরিক্ত ডিআইজি এবং চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা - উত্তরণ ফাউন্ডেশন।

বিশেষ অতিথি ছিলেনঃ জনাব মোঃ জায়েদুল হক,পুলিশ সুপার মুন্সিগঞ্জ। জনাব ওসমাণ গণি তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান,লৌহজং।

জনাব মনির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, লৌহজং। জনবা কাজী লিমা, সার্কেল এ এস পি,শ্রীনগর,মুন্সিগঞ্জ।

আরো উপস্হিত ছিলেন জনাব বিএম সোয়েভ,যুগ্ম সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা ইউনুস খান, মনির হোসেন মোড়ল, আবুল বাশার,এইচ এম আজিজুর রহমান, লৌহজং উপজেলা আওয়ামীলীগ সহ নেতৃবৃন্দ ও পুলিশ কর্মকর্তাবৃন্দ।

 



আপনার মূল্যবান মতামত দিন: