ঢাকা | বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

মুন্সিগঞ্জ আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন আজ।

amin | প্রকাশিত: ২৮ জুন ২০১৮ ০২:১৭

amin
প্রকাশিত: ২৮ জুন ২০১৮ ০২:১৭

মুন্সিগঞ্জ আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন আজ।

দীর্ঘ বছর যাবত এখনাকার নির্বাচন মুলত আ’লীগ ও বিএনপি’র প্রার্থীদের মধ্যে প্রার্থীরা লড়াই অবর্তীন হচ্ছে। এবারো এর ব্যতিক্রম হয়নি। দুটি রাজনৈতিক দলের পক্ষে এবারো এখানে

প্রার্থীরা তাদের প্রার্থীতা নিয়ে নির্বাচনী লড়াইয়ের মাঠে আছেন।

এই নির্বাচন মুলত সভাপতি ও সাধারণ সম্পাদক পদেই মুল লড়াই হয়ে থাকে। তবে কখনোই কোন প্যানেল থেকে একভাবে কোন প্যানেল জয়ি হওয়ার উদাহরণ এখানে এখনো পাওয়া যায়নি। দুই প্যানেল থেকে দলিয় ও ব্যক্তি পরিচয়েই এখানে প্রার্থীরা বিজয়ী হতে দেখা যাচ্ছে।

আজ বুধবার ২৮ জুন আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত দু’টি প্যানেলের মধ্যে তীব্র প্রতিদ্বন্ধিতা পূর্ণ এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের জন্য দুটি প্যানেল থেকে ৩০ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।

আজ বুধবার ২৮জুন সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার এর দায়িত্বে রয়েছেন এড: নাছিমা আক্তার। আর প্রিজাইডিং অফিসার এর দায়িত্বে রয়েছেন এড: সুলতানা আক্তার (বিউটি)।

আর পুলিং অফিসার এর দায়িত্বে রয়েছেন এড: মারুফ হোসেন, এড: মো: হালিম বেপারী ও এড: আবুল হাসান মৃধা। এই নির্বাচনে মোট ভোটার হচ্ছে ৩৩২ জন।
এই নির্বাচনে সবচেয়ে বড় আকর্ষন হচ্ছে মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এড. মৃণাল কান্তি দাস। তিনি এই নির্বাচনে একজন ভিআইপি ভোটার।

এই নির্বাচনে যাদের প্যানল পরিচিতি হচ্ছে তারা হচ্ছেন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত মোহাম্মদ আলী-আলমগীর কবির পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত তোতা মিয়া-সাইফুল ইসলাম মাহমুদ পরিষদ।

এই নির্বাচনে জাতীয়তাবদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত প্রার্থীরা হচ্ছেন সভাপতি পদে মো: তোতা মিয়া,সাধারণ সম্পাদক হাজী মো: সাইফুল ইসলাম মাহমুদ,সহ-সভাপতি মুহাম্মদ মজিবুর রহমান শেখ ও সহ-সভাপতি মো. হান্নান মিয়া জুয়েল,
সহ-সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম,
লাইব্রেরী সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন ঢালী,
দপ্তর সম্পাদক মো. মহিউদ্দিন,
কোষাধ্যক্ষ অনন্যা ইসলাম,
ধর্ম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. শাখাওয়াত হোসাইন,
ক্রীড়া ও নাট্য সম্পাদক মাহবুবর রহমান তুহিন,
কার্যকরী সদস্য পদে মো. জয়নাল আবেদীন মেহেদী, মো: আসাদুজ্জামান উজ্জ্বল, মোহাম্মদ নুর হোসেন বেপারী, লাকী আক্তার ও মো: আরফান সরকার খোকন।


বঙ্গবন্ধু আওয়ামীলীগ আইনজীবী পরিষদ সমর্থিত ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের প্রার্থীরা হচ্ছেন সভাপতি পদে মোহাম্মদ আলী,সহ-সভাপতি রিয়াজুল ইসলাম মানিক ও সহ-সভাপতি লাবলু মোল্লা,

সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমীর কবির,
সহ-সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান খান,
লাইব্রেরী সম্পাদক আতিকুর রহমান জুয়েল,
দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী আশরাফ সেলিম,
কোষাধ্যক্ষ মো: ফিরোজ খান,
ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক মো. বেলায়েত হোসেন,
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম লিটন,
কার্যকরী সদস্য পদে প্রণয় চক্রবর্তী, মু. সাইফুল ইসলাম, সালমা বেগম, সোহাগ আলম ও গাজী শাহরিয়ার রকি।



আপনার মূল্যবান মতামত দিন: