
আব্দুর রাহিম, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ “শিক্ষার জন্য এসো-সেবার জন্য বেরিয়ে যাও” এ স্লোগানকে প্রতিপাদ্য করে শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের সরোয়া বেসরকরী প্রাথমিক বিদ্যায়ের উগ্যোগে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৪ নভেম্বর রবিবার সকাল সাড়ে ১১টায় সরোয়া বেসরকরী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম সোহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চকনশী বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লিটন খান। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আবু বকর সিদ্দিক, আরো বক্তব্য রাখেন দাতা ও সহকারী
শিক্ষক সাইদুর রহমান সিদ্দিক, সানোয়ার হোসেন, নাগেশ্বরগাঁতী বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল মিয়া, সাবেক বদরুল আলম বকুল, সিরাজুল ইসলাম, হারুনর রশিদ, সোহরাওয়র্দী হোসেন তালুকদার, আঃ মজিদ, জামাল উদ্দিন, হাবিবুর রহমান, আঃ বারিক, আবু কাশেম, আঃ মান্নান, নাজমা খাতুন, বিথী খাতুন, রাবেয়া খাতুন, বুলবুলী খাতুন, কাজলী খাতুন, সেলিনা খাতুন, লাভলী খাতুন, শেফালী খাতুন, ময়না খাতুন, মায়া খাতুন, বিজলী, চম্পা, রুপালী, মনোয়ারা, ময়নাসহ প্রায় শতাধিক মহিলা অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা সন্তানদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহব্বান জানান।
আপনার মূল্যবান মতামত দিন: