odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

নোভেল করোনা ভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন মুন্সীগঞ্জের মায়া বেগম (৪২)।

ahsanul islam | প্রকাশিত: ১ May ২০২০ ০৫:৩৬

ahsanul islam
প্রকাশিত: ১ May ২০২০ ০৫:৩৬

আহসানুল ইসলাম আমিন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ করোনা ভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন মুন্সীগঞ্জের মায়া বেগম (৪২)। সদর উপজেলার রামপাল ইউনিয়নের পানাম গ্রামের বাসিন্দা মায়া বেগম (৪২)।
তিনি নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১১ এপ্রিল ঢাকার কুয়েত মৈত্রি হাসপাতালে ভর্তি হন।

দির্ঘ ১৯ দিন ওই হাসপাতালে থেকে আজ ৩০ এপ্রিল বৃহস্পতিবার দীর্ঘ ১৯ দিন পর নিজ বাড়ি ফিরেন। ওই দির্ঘদিন তিনি কুয়েতমৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার তিনি সুস্থ্য হয়ে নিজ গ্রামের বাড়ি পানামে ফিরলে আনন্দের বণ্যা বয়ে যায়। তাকে স্বেচ্ছাসেবকের একটি ফ্রি এম্বুলেন্স ঢাকা থেকে তার বাড়ি পৌছে দিয়ে গেছে। তার ফিরে আসায় চরম দুশ্চিন্তাগ্রস্থ্য পরিবারে মুখে এখন স্বস্তির হাসি । মায়া বেগম ওই গ্রামের হাজি বাড়ির মোঃ শাহালমের স্ত্রী।

এ ব্যাপারে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুমন বনিক জানান, মায়া বেগম করোনা আক্রান্ত হয়ে দীর্ঘ ১৯ দিন কুযেতমৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি করোনা জয় করে সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন এটা আসলেই স্বস্তির খবর।



আপনার মূল্যবান মতামত দিন: