odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ সেশনে ভর্তি পরীক্ষা

ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ March ২০২১ ০২:৩৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ March ২০২১ ০২:৩৪

নিজস্ব প্রতিবেদক 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে সন্মান ১ম বর্ষে  ভর্তিচ্ছুদের জন্য এ আবেদন শুরু হয়েছে।

সোমবার (৮ মার্চ) বিকেল ৫টায়। আবেদন চলবে ৩১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। 

চলতি বছরে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৬৫০ টাকা। যেখানে গত বছর ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য ফি ছিলো ৪৫০ টাকা। 

একইসাথে আবেদন শেষে টাকা জমা দেয়ার শেষ তারিখ ০১ এপ্রিল বৃহস্পতিবার রাত ১১:৫৯টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। 

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার বিষয়ে এসব তথ্য নিশ্চিত করা হয়।

অনলাইনে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd) গিয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আগ্রহীরা আবেদন করতে পারবেন। 

আবেদন গ্রহণ প্রক্রিয়া উদ্বোধনকালে অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, আজ বিকেলে ৫টা থেকে ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীরা আগামী ৩১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই আবেদন করতে পারবে।  এবার বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। শিক্ষার্থীরা নিজ বিভাগীয় শহরের ভর্তি কেন্দ্র হিসেবে নির্বাচন করতে পারবেন। এর ফলে শিক্ষার্থী ও অবিভাবকদের হয়রানি কমবে।

শহীদুল/



আপনার মূল্যবান মতামত দিন: