odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

চোখের নিচের কালি দূর করার কৌশল

Admin 1 | প্রকাশিত: ৭ February ২০১৭ ২২:২৭

Admin 1
প্রকাশিত: ৭ February ২০১৭ ২২:২৭

আজ রইলো দৈনন্দিন জীবনের সাথে জড়িত একটি টিপস। পড়েই দেখুন, হয়তো ভীষণ কাজে লেগে যাবে আপনারও।

চোখের নিচের কালি দূর করা নিয়ে অনেকেই অনেকে কৌশল জানেন। কিন্তু চোখের আশেপাশে মেকআপ করার পর অনেক সময় চোখের নিচের অংশটায় ভাঁজ দেখা যায় এবং মেকআপ ফুটে থাকে। এই সমস্যার সমাধান কী?

চোখের নিচের ত্বক শুষ্ক হওয়ায় মূলত এই সমস্যাটি হয়। মেকাপের শুরুতেই চোখের নিচে অ্যান্টি-এজিং ক্রিম আলতো করে প্রয়োগ করুন। কেন? কারণ এতে এই ত্বকে আর্দ্রতা ফিরে আসার পাশাপাশি ত্বক টানটান হবে। এতে এরপর আপনি কনসিলার, পাউডার বা শ্যাডো যা-ই ব্যবহার করেন না কেন, তা ভালোভাবে বসবে এবং নিখুঁত দেখাবে আপনার মেকআপ।

 


আপনার মূল্যবান মতামত দিন: