odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

ফের হাসপাতালে খালেদা জিয়া

| প্রকাশিত: ৬ April ২০২২ ২২:৪১


প্রকাশিত: ৬ April ২০২২ ২২:৪১

বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া শারীরিক চেকআপের জন্য আজ হাসপাতালে যাবেন বলে জানা গিয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি বিকেল ৩ টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালে যাওয়ার কথা রয়েছে। তবে এবার তিনি হাসপাতালে থাকবেন নাকি বাসায় ফিরবেন তা মেডিকেল পরীক্ষার উপর নির্ভর করছে।

মঙ্গলবার দিবাগত রাতে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।
 
তিনি বলেন, শারীরিক পরীক্ষার জন্য বুধবার দুপুর ৩টার দিকে খালেদা জিয়াকে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে। তার মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

জানা গেছে, চলতি মাসের ৩ তারিখ রমজান শুরুর পর কিছুটা দুর্বল হয়ে পড়লে মঙ্গলবার রাত ১০টায় তার বাসভবনে আসেন মেডিকেল বোর্ডের সদস্যরা। এসময় তার বেশকিছু বিষয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেয়া জরুরি বলে জানায় চিকিৎসকরা।



আপনার মূল্যবান মতামত দিন: