odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

সিরিজ খেলতে পাকিস্তান যাচ্ছে নিউজিল্যান্ড-ইংল্যান্ড

| প্রকাশিত: ১৬ April ২০২২ ২৩:১৩


প্রকাশিত: ১৬ April ২০২২ ২৩:১৩


অবশেষে পাকিস্তান সফরে যাচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান। নিরাপত্তা শঙ্কাকে কারণ দেখিয়ে গত বছর শেষ মুহূর্তে পাকিস্তান সফর বাতিল করেছিল নিউজিল্যান্ড। কিছুদিন পর একই পথে হেঁটেছিল ইংল্যান্ডও। 

তবে বছর ঘুরতে না ঘুরতেই পাল্টে গেছে পরিস্থিতি। চলতি বছরের শেষভাগে পাকিস্তান সফরে যাওয়া নিশ্চিত হয়েছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০২২-২৩ মৌসুমের জন্য নিজেদের মাটিতে আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

সূচি অনুসারে, দ্বিপাক্ষিক টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি তাদের নামতে হবে টি-টোয়েন্টি এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে।

এক মাসের ব্যবধানে ইংল্যান্ড দুবার পাকিস্তান সফর করবে। প্রথমে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। এরপর নভেম্বর-ডিসেম্বরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আবার দেশটিতে সফর করবে ইংলিশরা। ম্যাচগুলো আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। 



আপনার মূল্যবান মতামত দিন: