odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

অনির্দিষ্টকালের জন্য স্থগিত এশিয়ান গেমস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ May ২০২২ ০৪:২৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ May ২০২২ ০৪:২৬

অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে এশিয়ান গেমসের এবারের আসর। আগামী সেপ্টেম্বরে চীনের হাংঝুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো ১৯তম এশিয়ান গেমস।

শুক্রবার এক বিবৃতিতে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া আসরটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে। যদিও স্থগিতের কারণ জানানো হয়নি। ধারণা করা হচ্ছে চীনে করোনার প্রকোপ আবারও বাড়তে থাকায় আসরটি স্থগিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, চীনের হাংঝুতে ১০ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য ১৯তম এশিয়ান গেমস স্থগিত করার ঘোষণা দিয়েছে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া। পরবর্তী কোনো এক সময়ে এই প্রতিযোগিতার নতুন দিনক্ষণ জানানো হবে। বিবৃতিটি প্রথম চীনের গণমাধ্যমে প্রচার করা হয়।

এশিয়ান গেমসের স্বাগতিক হাংঝু শহরটি চীনের বৃহত্তম শহর সাংহাইয়ের নিকটে অবস্থিত। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় প্রায় এক সপ্তাহরও বেশি সময় ধরে সাংহাইয়ে চলছে পূর্ণ লকডাউন। হয়তো সেই প্রভাব পড়েছে এশিয়ান গেমসের আসরে।



আপনার মূল্যবান মতামত দিন: