odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

আরও ২৯ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ May ২০২২ ০৪:৩৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ May ২০২২ ০৪:৩৩


সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি, আর শনাক্ত হয়েছেন ২৯ জন। এর আগে গতকাল টানা ২৯ দিন পর করোনায় একজন মারা গিয়েছেন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ১২৮ জন এবং শনাক্ত হলেন ১৯ লাখ ৫৩ হাজার ২৩৩ জন।

রোববার (২২ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৮২৪টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৭৩৬টি। এখন পর্যন্ত এক কোটি ৪০ লাখ ৮২ হাজার ৬৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৭৮ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৮৭ শতাংশ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩২ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৪৯ শতাংশ।



আপনার মূল্যবান মতামত দিন: