odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫
এ্যাপোলো হসপিটালস হায়দ্রাবাদ এখন ইন্ডিগো এয়ারলাইন্স বাংলাদেশের সাথে কানেক্টেড

বাংলাদেশি রোগীদের জন্য ১০% ছাড় দিচ্ছে এ্যাপোলো হসপিটালস হায়দ্রাবাদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ May ২০২২ ০৪:০৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ May ২০২২ ০৪:০৮

এ্যাপোলো হসপিটালস গ্রুপ ৩ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ থেকে চিকিৎসাসূত্রে বিদেশে যাওয়া ভ্রমণকারীদের জন্য বিশ্বস্ত স্বাস্থ্যসেবার অংশীদার। চিকিৎসার জন্য ভারতে যাওয়া আরও সুবিধাজনক করতে ইন্ডিগো এয়ারলাইন্স প্রতি সপ্তাহে দু’বার ঢাকা থেকে সরাসরি হায়দ্রাবাদে ফ্লাইট চালু করেছে। হাসপাতালের প্রতিনিধিরা ঢাকায় একটি সংবাদ সম্মেলনে এই যোগসূত্র ঘোষণা করে বিশেষ এই সুবিধার কথা সবাইকে জানান।

এই ঘোষণার অনুষ্ঠানে এ্যাপোলো হসপিটালস হায়দ্রাবাদ-এর ইন্টারন্যাশনাল ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট মিঃ রাধে মোহন বলেন, “বাংলাদেশ থেকে আসা আমাদের রোগীরা বহু বছর ধরে এই সুবিধাজনক সরাসরি ফ্লাইট সংযোগ চেয়েছিলেন, এবং সেই চাওয়া এখন পূরণ হয়েছে। বাংলাদেশ থেকে এই সার্ভিসটি ব্যবহার করে রোগীদের এ্যাপোলো হসপিটালস, হায়দ্রাবাদ-এ পৌঁছে সবার সেরা ক্লিনিক্যাল সেবা নেওয়ার জন্য অনুরোধ করছি।”

সিনিয়র কনসালটেন্ট অব ইউরো-অনকোলজিস্ট ডাঃ সঞ্জয় আড্লাও এই সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচেতনতামূলক বক্তব্য রাখেন। তিনি লাইফস্টাইল ম্যানেজমেন্টের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত মতামত তুলে ধরেন।

মিঃ ঈশান দধিওয়াল, মিঃ শফিক আজম এবং এ্যাপোলো হসপিটালস-এর অন্যান্য কর্মকর্তারাও এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এছাড়াও, হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে এ্যাপোলো হসপিটালস-এর একটি এয়ারপোর্ট মেডিকেল সেন্টার রয়েছে। সেখানে বাংলাদেশ থেকে আসা রোগীদের স্বাগত জানানোর জন্য আলাদা রিসেপশন ডেস্ক রয়েছে। বিমানের মধ্যে যে-কোনো জরুরি সার্ভিস প্রদান এবং কোনো ঝামেলা ছাড়াই হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার জন্য বিশেষ অ্যাম্বুলেন্স-সহ হায়দ্রাবাদে এ্যাপোলো হসপিটালস-এর ডাক্তার এবং প্যারামেডিক স্টাফদের বিমানের মধ্যে জরুরি প্রবেশাধিকার রয়েছে।

এ্যাপোলো হসপিটালস হায়দ্রাবাদ বাংলাদেশ থেকে আসা সমস্ত রোগীকে বিনা খরচে বিমানবন্দর থেকে গেস্ট হাউস/হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করে দেয়। এ্যাপোলো হসপিটালস, হায়দ্রাবাদ-এ আলাদা আন্তর্জাতিক লাউঞ্জে রোগীদের বাংলা ভাষা জানা একজন দোভাষীর মাধ্যমে স্বাগত জানানো হয়।

এ্যাপোলো হসপিটালস-এর সার্ভিসের মধ্যে রয়েছে ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট, ওপি ইনভেস্টিগেশন্স, তৃতীয় পক্ষ ভেন্ডরের মাধ্যমে অগ্রাধিকারমূলকভাবে সিম কার্ড এবং বৈদেশিক মুদ্রার ব্যবস্থা করে দেওয়া, ভিসা এক্সটেনশন লেটার, টিকেটিং, সিক লিভ লেটার দেওয়া ইত্যাদি।

বাংলাদেশি রোগীদের জন্য একটি সূচনামূলক বিশেষ অফার হিসাবে হেলথ চেক-আপে ১০% ছাড় দিচ্ছে এ্যাপোলো হসপিটালস হায়দ্রাবাদ।



আপনার মূল্যবান মতামত দিন: