odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

গত ২৪ ঘন্টায় করোনায় কেউ মারা যায়নি, নতুন শনাক্ত ৩৪ জন 

odhikarpatra | প্রকাশিত: ৬ June ২০২২ ০৭:৩৩

odhikarpatra
প্রকাশিত: ৬ June ২০২২ ০৭:৩৩

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কেউ মারা যায়নি। আজ নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৪ জন। গতকাল শনাক্ত হয়েছিল ৩১ জন।

এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। 
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।
এতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩১৭ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৪ জন। শনাক্তের হার দশমিক ৭৯ শতাংশ। আগের দিন ৪ হাজার ১২৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৩১ জন। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৭৫ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৮১ শতাংশ।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪১ লাখ ৪৬ হাজার ৩৯৭ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৬৫৭ জন।
এদিকে, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫২১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩০ জন। শনাক্তের হার দশমিক ৮৫ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৮৭ শতাংশ।
করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১২৭ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩ হাজার ৮৭৮ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৫ শতাংশ।



আপনার মূল্যবান মতামত দিন: