odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত ৬৪ জন, মৃত্যু নেই

odhikarpatra | প্রকাশিত: ১১ June ২০২২ ০৪:৪০

odhikarpatra
প্রকাশিত: ১১ June ২০২২ ০৪:৪০

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন রোগী শনাক্ত হয়েছে ৬৪ জন। আগের দিন শনাক্ত হয়েছিল ৫৯ জন। তবে আজ এই রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। 

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৫৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৬৪ জন। শনাক্তের হার ১ দশমিক ৩৫ শতাংশ। আগের দিন ৫ হাজার ১৫০ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৫৯ জন। আগের দিন শনাক্তের হার ছিল ১ দশমিক ১৫ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৭৯ শতাংশ।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪১ লাখ ৭০ হাজার ২৬৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৯৬৫ জন।
এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৮৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৫৫ জন। শনাক্তের হার ১ দশমিক ৫৭ শতাংশ। আগের দিনেও এই হার ছিল ১ দশমিক ৪০ শতাংশ।
করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১৪৫ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৬৫ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫০ শতাংশ।



আপনার মূল্যবান মতামত দিন: