odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

মালয়েশিয়ায় নতুন করে ২,১২৭ জন করোনায় আক্রান্ত

odhikarpatra | প্রকাশিত: ২০ June ২০২২ ০৭:০৪

odhikarpatra
প্রকাশিত: ২০ June ২০২২ ০৭:০৪

মালয়শিয়ায় শনিবার মধ্যরাত পর্যন্ত নতুন করে ২ হাজার ১২৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ লাখ ৩৮ হাজার ৯২২ জন। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে।
সূত্র মতে, করোনা সংক্রমণে আরো একজন মারা যাওয়ায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৭৩২ জন। 
মন্ত্রণালয় বলছে, আরো এক হাজার ৩৯০ জন সুস্থ হয়েছে। এ নিয়ে মোট সুস্থ লোকের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ লাখ ৭৬ হাজার ৮২৮ জনে। বর্তমানে করোনায় অসুস্থ রয়েছে ২৬ হাজার ৩৬২ জন। এদের মধ্যে ২৩ জন ইনটেনসিভ কেয়ারে রয়েছে।  
মালয়েশিয়ার মোট জনসংখ্যার ৮৫.৮ শতাংশ লোক টিকার অন্তত একটি ডোজ নিয়েছে। দুটি ডোজ পেয়েছে ৮৩.৩ শতাংশ এবং ৪৯.৪ শতাংশ বুষ্টার ডোজ নিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: