odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

সারা দেশে করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্তের হার ৬.৬২ শতাংশ 

odhikarpatra | প্রকাশিত: ২৯ July ২০২২ ০৭:০৬

odhikarpatra
প্রকাশিত: ২৯ July ২০২২ ০৭:০৬

সারা দেশে ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছে। আগের দিন এই রোগে মারা গিয়েছিল ৫ জন। এ সময়ে সংক্রমণ কমেছে দশমিক ২১ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ তথ্য জানা গেছে। 

এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ২৮৪ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। শনিবার করোনায় শনাক্তের হার ছিল ৬ দশমিক ৮৩ শতাংশ। আজ তা কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৬২ শতাংশে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত ১ কোটি ৪৫ লাখ ৯১ হাজার ৫৭৮ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৪ হাজার ১৮৮ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৪ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ৯ হাজার ৩৩৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৬১৮ জন। আগের দিন ৯ হাজার ১৬২ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৬২৬ জন।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮৭২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪০ হাজার ৮৩ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৮০ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৬ দশমিক ৭৯ শতাংশ।
এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৫ হাজার ৭১০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩০৬ জন। শনাক্তের হার ৫ দশমিক ৩৫ শতাংশ। বুধবার শনাক্তের হার ছিল ৪ দশমিক ৬৪ শতাংশ।



আপনার মূল্যবান মতামত দিন: