odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১৬ জন নতুন রোগী ভর্তি

odhikarpatra | প্রকাশিত: ১৫ August ২০২২ ০৬:১০

odhikarpatra
প্রকাশিত: ১৫ August ২০২২ ০৬:১০

 ২৪ ঘন্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৩৮৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৭০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৪৬ জন। ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩১৪ জন এবং অন্যান্য বিভাগে ৭৩ জন রোগী ভর্তি রয়েছেন।
এ পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ৩ হাজার ৭৫৯ জন। ঢাকায় সর্বমোট ভর্তি ৩ হাজার ১৪১ জন এবং ঢাকার বাইরে ৬১৮ জন। মোট ছাড়প্রাপ্ত রোগী ৩ হাজার ৩৫৬ জন। ঢাকায় মোট ছাড়প্রাপ্ত রোগী ২ হাজার ৮২১ জন এবং ঢাকার বাইরে ছাড়প্রাপ্ত রোগী  ৫৩৫ জন।
চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন।



আপনার মূল্যবান মতামত দিন: