odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরিক্ষার অংশ হিসেবে হাসপাতালে

odhikarpatra | প্রকাশিত: ২৯ August ২০২২ ০৯:৪৪

odhikarpatra
প্রকাশিত: ২৯ August ২০২২ ০৯:৪৪

 

২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হলে কারাগারে যেতে হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাতেও তার সাজা হয়।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। ২০২১ সালে শারীরিক অসুস্থতা নিয়ে দীর্ঘদিন হাসপাতালে ছিলেন খালেদা জিয়া। পরে চলতি বছরের ২৪ জুন হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফেরেন তিনি।

নিয়মিত স্বাস্থ্য পরিক্ষার অংশ হিসেবে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গেছেন বিএনপি চেয়ার পারসন বেগম খালেদা জিয়া শনিবার রাত ৮ টার দিকে হাসপাতালে পৌঁছান বলে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ার পারসন এর মিডিয়া উইং কর্মকর্তা ও বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়েরুল কবির খান 

দেশে করোনা মহামারি শুরুর পর খালেদা জিয়ার পরিবারের আবেদনে ২০২০ সালে ২৫ মার্চ তাকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। শর্ত দেওয়া হয়, তাকে দেশেই থাকতে হবে।

কারাগার থেকে বেরিয়ে খালেদা জিয়া গুলশানের বাসা ফিরোজায় ওঠেন। বর্তমানে সেখানেই তিনি থাকছেন। এরপর ২০২১ সালে এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর অসুস্থতার কারণে খালেদা জিয়াকে ছয় দফায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।

এরও আগে গত ১১ জুন এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হৃদপিণ্ডের ব্লক অপসারণ করে একটি ‘স্টেন্ট’ বসানো হয়েছিল।



আপনার মূল্যবান মতামত দিন: