odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৯৪ জন

odhikarpatra | প্রকাশিত: ১১ September ২০২২ ০৭:১২

odhikarpatra
প্রকাশিত: ১১ September ২০২২ ০৭:১২

 গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ২৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ২৪৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। আর ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৫০ জন। চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ৩২ জন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৮ হাজার ৩৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগী ৬ হাজার ৮৩২ জন, আর ঢাকার বাইরে ১ হাজার ৫৫৮ জন। অন্যদিকে, ছাড়প্রাপ্ত রোগী ছিল ৭ হাজার ৩৩৫ জন। এর মধ্যে ঢাকায় ৫ হাজার ৯৭০ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১ হাজার ৩৬৫ জন।



আপনার মূল্যবান মতামত দিন: