odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

স্বাস্থ্যসেবা বর্তমান সরকার সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে এমপি দুদু

odhikarpatra | প্রকাশিত: ২ October ২০২২ ২২:১৯

odhikarpatra
প্রকাশিত: ২ October ২০২২ ২২:১৯

 শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামীলীগ সরকার স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। আজ জেলার পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভায় এ কথা বলেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য  এ্যাড: সামছুল আলম দুদু।  

পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মেহেদী হাসান সভায় সভাপতিত্ব করেন। সভায় আরও বক্তব্য রাখেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব, পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিহাদ মন্ডল প্রমূখ।  এসময় এ্যাড: সামছুল আলম দুদু আরও বলেন, কমিউনিটি ক্লিনিক গুলোতে এখন পর্যাপ্ত ওষুধ সরবরাহ করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে এখন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করা হচ্ছে ফলে উপজেলাতেই বর্তমানে উন্নত চিকিৎসা সেবা পাচ্ছে সাধারণ মানুষ। ব্যবস্থা কমিটির সভা শেষে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের খোজঁ খবর নেন ।তিনি চিকিৎসা সেবা বৃদ্ধির জন্য পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল ল্যাব সেন্টারের উদ্বোধন করেন। কর্তরত চিকিৎসকদের সাধারণ রোগীদের আন্তরিকতার সঙ্গে চিকিৎসা সেবা প্রদানের আহবান জানান তিনি।  সভায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করে তাদের মতামত প্রদান করেন।



আপনার মূল্যবান মতামত দিন: