odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় একজনের মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ৮ October ২০২২ ০৮:১৪

odhikarpatra
প্রকাশিত: ৮ October ২০২২ ০৮:১৪

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায়  একজন মারা গেছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ৬৪ জন।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ হাসপাতালে ভর্তি হয়েছে ২৪০ জন। এরমধ্যে ঢাকায় ১৯২ এবং ঢাকায় বাইরে বিভিন্ন হাসপাতালে ৪৮ জন ভর্তি হয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২ হাজার ২৮২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৭২৫ এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৫৫৭ জন রোগী।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ১৯ হাজার ৫২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ১৪ হাজার ৭৩৮ এবং ঢাকার বাইরে ৪ হাজার ৭৮৫ জন।
অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ১৭ হাজার ১৭৭ জন। এর মধ্যে ঢাকায় ১২ হাজার ৯৮১ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৪ হাজার ১৯৬ জন।



আপনার মূল্যবান মতামত দিন: