odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

দেশে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ২০ জন

odhikarpatra | প্রকাশিত: ১৪ December ২০২২ ০৫:৪১

odhikarpatra
প্রকাশিত: ১৪ December ২০২২ ০৫:৪১

সারা দেশে গত ২৪ ঘন্টায় ২ হাজার ৮৯৫ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ২ হাজার ৯৮১ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ১৯ জন। সংক্রমণ বেড়েছে দশমিক ০৫ শতাংশ। সোমবার শনাক্তের হার ছিল দশমিক ৬৪ শতাংশ। আজ বেড়ে হয়েছে দশমিক ৬৯ শতাংশ।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫১ লাখ ৩০ হাজার ৫১৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৮৪৫ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪৬ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৩৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৬ হাজার ৫১৯ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫৩ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৫৩ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ২ হাজার ২৪৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৫ জন। শনাক্তের হার দশমিক ৬৬ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৭৩ শতাংশ।



আপনার মূল্যবান মতামত দিন: