odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

শিক্ষার্থীরা স্মার্ট নাগরিক হবে স্মার্ট শিক্ষার মাধ্যমে : শিক্ষামন্ত্রী

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ২৪ March ২০২৩ ০৪:২২

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ২৪ March ২০২৩ ০৪:২২

প্রধান প্রতিবেদক :

শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, শিক্ষার্থীরাই স্মার্ট নাগরিক। স্মার্ট শিক্ষার মাধ্যমে তারা স্মার্ট নাগরিক হবে। তিনি বলেন, সেই স্মার্ট শিক্ষার ব্যবস্থা করার জন্য বর্তমান সরকার  নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শিক্ষামন্ত্রী আজ বৃহস্পতিবার (২৩ মার্চ)  রাজধানীর শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'পড়াশোনা ভালোভাবে করতেই হবে। মুখস্থ নয়, আত্মস্থ করতে হবে যেন তা প্রয়োগ করা যায়। কাজেই সবাই পড়াশোনায় মনোযোগ দিবে। এর বাইরে যে সহশিক্ষা কার্যক্রম আছে, সেই কাজে তোমরা অংশ গ্রহণ করবে।

তিনি আরো বলেন, 'আমাদের নিজের দেশ, ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, সাহিত্য- সব কিছুকে জেনে বুঝে আত্মস্থ করতে হবে; এর মধ্যে যে অন্তর্নিহিত শক্তি তা অনুধাবন করে সেই শক্তিতে বলীয়ান হয়ে উঠতে হবে। একেকজন স্মার্ট নাগরিক হয়ে সামনের দিকে এগিয়ে যাবে, এই বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে পরিণত করবে।'

শিক্ষামন্ত্রী বলেন, 'যে কোন অশুভ শক্তি আসুক না কেন, আমরা যেমন একাত্তরে আমাদের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলাম, তেমনি সকল অপশক্তিকে প্রতিহত করে, পরাভূত করে আগামী দিনেও যেকোনো অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠবার চেষ্টা করুক না কেন, তাকে প্রতিহত করে, পরাভূত করে, পরাজিত করে নিশ্চয়ই আমরা জয়ী হবো এবং বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলবো'।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী ফিরোজ রশীদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তোফায়েল আহমেদ ভূইয়া।  সভাপতিত্ব করেন মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মো রিয়াজ উদ্দীন রিয়াজ।



আপনার মূল্যবান মতামত দিন: