odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু, রেকর্ড পরিমাণ আক্রান্ত

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১১ August ২০২৩ ০৩:৪০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১১ August ২০২৩ ০৩:৪০

বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরো ১২ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়ে দুই হাজার ৯৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে । যা চলতি বছর এক দিনে আক্রান্তের সংখ্যার দিক থেকে সর্বোচ্চ।

তাদের মধ্যে এক হাজার ৯৭ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং এক হাজার ৮৬২ রোগী ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা সাত এবং ঢাকার বাইরের পাঁচজন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৪ জনে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৭৯০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। 



আপনার মূল্যবান মতামত দিন: