odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

অনেক নাটকের পর বায়ার্নেই গেলেন হ্যারি কেন

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১৩ August ২০২৩ ০৫:৩৩

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১৩ August ২০২৩ ০৫:৩৩

ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের বায়ার্ন মিউনিখে পাড়ি জমানো নিয়ে নাটকের চূড়ান্ত হয়েছে। একাধিকবার টটেনহ্যামকে প্রস্তাব পাঠিয়ে ব্যর্থ হয়েছিল বায়ার্ন। কিন্তু গতকাল শুক্রবার শেষ মুহূর্তে ফের বেঁকে বসেছিল টটেনহ্যাম। শেষ পর্যন্ত ১১ কোটি ইউরোতে টটেনহ্যামের সঙ্গে ১৯ বছরের সম্পর্ক ছিন্ন করে আগামী চার বছরের জন্য জার্মানিতে পাড়ি জমালেন হ্যারি কেন।

বায়ার্নে যোগ দেওয়া নিয়ে কেইন বলেছেন, ‘আমি বায়ার্নের অংশ হতে পেরে খুবই আনন্দিত। বায়ার্ন বিশ্বের সবচেয়ে বড় ক্লাবগুলোর একটি। আমি সব সময় বলেছি, আমি লড়াই করতে চাই এবং শীর্ষ স্তরের ফুটবলে নিজেকে প্রমাণ করতে চাই। ক্লাবটি তাদের জেতার মানসিকতার জন্য পরিচিত। এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে।’

 

 



আপনার মূল্যবান মতামত দিন: