odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

স্বাধীনতা যেন ব্যর্থতায় রূপান্তরিত না হয় : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৭ August ২০২৩ ১৯:৪০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৭ August ২০২৩ ১৯:৪০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়ে বলেছেন, জাতির পিতা যে স্বাধীনতা এনে দিয়েছেন, সেটা যাতে ব্যর্থতায় রূপান্তরিত না হয়, সেদিকে সবাইকে লক্ষ রাখতে হবে। আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিমের উদ্বোধন অনুষ্ঠানে সংযুক্ত হয়ে এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘শোকের মাসেই আমরা এই পেনশন স্কিম উদ্বোধন করছি। কারণ আমার পিতা হয়তো দেখবেন।

তিনি খুশি হবেন। তাঁর প্রিয় দুখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমরা সর্বজনীন পেনশন চালু করছি। এতে তাদের অর্থনৈতিক সুরক্ষা থাকবে। কারো কাছে হাত পাততে হবে না।



আপনার মূল্যবান মতামত দিন: