odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 23rd January 2026, ২৩rd January ২০২৬

ন্যাশভিলকে হারিয়ে শিরোপা জিতল মেসির ইন্টার মিয়ামি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২০ August ২০২৩ ১৬:২৪

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ August ২০২৩ ১৬:২৪

ন্যাশভিল এসসিকে হারিয়ে লিগস কাপের শিরোপা জিতে নিল ইন্টার মিয়ামি। ফলে প্রথমবারের মতো কোনো শিরোপা জয়ের স্বাদ পেল মিয়ামি। টাইব্রেকারে ১০-৯ গোলে জিতেছে মেসি বাহিনী।

ন্যাশভিলের ঘরের মাঠের ম্যাচটি নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ১-১ গোলে সমতায় ছিল। নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো গোল না হওয়ায় ম্যাটি গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে দুদলই শট নেয় ১১টি করে। এর মধ্যে মিয়ামি মিস করে ১টি, আর ন্যাশভিল মিস করে ২টি।

ফলে টাইব্রেকারে ১০-৯ ব্যবধানে জয়ী হয় মিয়ামি। আসরে ১০ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মেসি। 



আপনার মূল্যবান মতামত দিন: