odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

আর্সেনালের টানা দ্বিতীয় জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২২ August ২০২৩ ২০:৩১

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ August ২০২৩ ২০:৩১

ইংলিশ প্রিমিয়ার লীগে (ইপিএল) টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে আর্সেনাল। সোমবার রাতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে গানাররা। 

প্যালেসের মাঠ সেলহর্স্ট পার্কে আর্সেনালের একমাত্র গোলটা এসেছে পেনাল্টির কল্যাণে। গোলদাতা মার্টিন ওডেগার্ড।

স্পটকিকে গোল করেন ওডেগার্ড। ৬৭তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্সেনালের তাকেহিরো তোমিয়াসু। তবে ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল। এই জয়ে আর্সেনাল ৬ পয়েন্‌ট নিয়ে তালিকার তিনে উঠেছে। গোল পার্থক্যে গানাররা ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন ও ম্যানসিটির পরে রয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: