odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৩২৭

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৮ August ২০২৩ ০৪:৩৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৮ August ২০২৩ ০৪:৩৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছে। এর মধ্যে আটজন ঢাকা সিটির এবং তিনজন ঢাকা সিটির বাইরের। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৩২৭ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৯২০ জন এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে এক হাজার ৪০৭ জন ভর্তি হয়েছে।

আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে আট হাজার ২৯৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকা মহানগরীর সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে তিন হাজার ৯৪৫ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে চার হাজার ৩৫৪ জন রোগী।



আপনার মূল্যবান মতামত দিন: