odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

নির্বাচন নিয়ে সরকার কোনো চাপে নেই : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩০ August ২০২৩ ০০:৩৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩০ August ২০২৩ ০০:৩৭

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সরকারের ওপর কোনো চাপে নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বিরোধীরা বলছে সরকার চাপে রয়েছে। তাদের ধারণা ভুল। সংবিধান অনুয়ায়ী আগামী নির্বাচন হবে।’

সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেল ৪টার পর গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়।

অংশগ্রহণমূলক নির্বাচন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘বিগত কয়েকটি নির্বাচনে জনগণ ভোট দিয়েছে, আগামীতেও ভোট দিতে পারবে। জনগণ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় আসবে, এটাই বিশ্বাস করি।’



আপনার মূল্যবান মতামত দিন: