odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩০ August ২০২৩ ১৭:১৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩০ August ২০২৩ ১৭:১৮

সারা বিশ্বে বায়ুদূষণ বেড়েছে। যার সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে রাজধানী ঢাকাও। কয়েক দিন বৃষ্টির কারণে বায়ুমানে কিছুটা উন্নতি হলেও তাপদাহ বাড়ায় আবারও শীর্ষে ফিরেছে শহরটি।

১৮২ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ঢাকা। চলতি বছরের শুরু থেকে জুন পর্যন্ত বায়ু দূষণের শীর্ষে ছিল শহরটি। পরে টানা বৃষ্টি হওয়ায় কিছুটা ভালোর দিকে ছিল ঢাকার বায়ু। তবে বৃষ্টি কমে যাওয়ায় আবার তা বেড়েই চলেছে।

বুধবার (৩০ আগস্ট) সকাল ৭টা ৪৩ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী ঢাকার বাতাসের স্কোর রয়েছে ১৮২। যা দূষণের দিক থেকে অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।

দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ১৭০ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা, ১৫৮ স্কোর নিয়ে ভারতের কলকাতা রয়েছে তৃতীয় স্থানে। ১৫৫ স্কোর নিয়ে চর্তুথ স্থানে কাতারের দোহা এবং পাকিস্তানের লাহোর রয়েছে ১৫২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে



আপনার মূল্যবান মতামত দিন: