odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 23rd January 2026, ২৩rd January ২০২৬

ড. ইউনূসের মামলা তুলে নেওয়া সম্ভব নয় : ড. মোমেন

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১ September ২০২৩ ০২:৩০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১ September ২০২৩ ০২:৩০

ড. মুহাম্মদ ইউনূসের মামলা তুলে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ইন্দোনেশিয়া সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বড় বড় বিদেশি নেতারা যদি আমাদের বলেন ড. মুহাম্মদ ইউনূসের মামলা তুলে নাও, এটি আমাদের পক্ষে সম্ভব নয়। তার বিরুদ্ধে সরকার কোনো মামলা করেনি।

তার কম্পানি শ্রমিকদের লভ্যাংশ না দেওয়ায় একটি এবং কর ফাঁকি দেওয়ায় তার বিরুদ্ধে আরো একটি মামলা হয়েছে। আমাদের বিচার বিভাগ স্বাধীন এবং সরকার হিসেবে আমরা বিচারিক প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারি না।কিন্তু বড় বড় বিদেশি নেতারা যদি আমাদের বলেন মামলা তুলে নাও, এটি আমাদের পক্ষে সম্ভব নয়



আপনার মূল্যবান মতামত দিন: