odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 23rd January 2026, ২৩rd January ২০২৬

নিরাপত্তা ইস্যুতে আজ বৈঠকে বসছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৫ September ২০২৩ ১৬:২৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৫ September ২০২৩ ১৬:২৭

ইন্দো-প্যাসিফিকসহ সার্বিক নিরাপত্তা বিষয়ে আজ মঙ্গলবার ঢাকায় বৈঠকে বসছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। দুই দেশের সরকারের মধ্যে ব্যাপক নিরাপত্তা সম্পর্কের অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে মধ্যে নবম বার্ষিক দ্বিপক্ষীয় নিরাপত্তা সংলাপ।

কর্মকর্তা পর্যায়ের এই বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক সামরিকবিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিক।

বৈঠকে অংশ নিতে তিনি গতকাল সোমবার ঢাকায় পৌঁছেছেন।

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, নিরাপত্তা সংলাপ একটি বার্ষিক বেসামরিক আয়োজন। সেখানে দুই দেশের নিরাপত্তা সম্পর্কের সব বিষয়ে আলোচনা করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: