odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

আজ ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১০ September ২০২৩ ১৭:০২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১০ September ২০২৩ ১৭:০২

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করতে আজ রবিবার ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। ১৯৯০ সালে ফ্রাঁসোয়া মিতেরার সফরের ৩৩ বছর পর ফ্রান্সের কোনো প্রেসিডেন্টের এটিই প্রথম বাংলাদেশ সফর।

ঢাকায় ফ্রান্স দূতাবাস বলেছে, ৩৩ বছর আগে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্টের সফরে বন্যাদুর্গত বাংলাদেশের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ছিল। বিগত বছরগুলোতে দুই দেশ অনেক পথ পাড়ি দিয়েছে।

দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আগামী বছরগুলোতে দুই দেশের অংশীদারি আরো সুসংহত হবে।

ফ্রান্স দূতাবাস বলেছে, বাংলাদেশে দ্রুত অর্থনৈতিক উন্নতি হচ্ছে। এই বাংলাদেশের পাশে থাকার ব্যাপারে ফ্রান্স অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন আরো অনেক বেশি অঙ্গীকারবদ্ধ। 



আপনার মূল্যবান মতামত দিন: