odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

চলমান সনাতন পদ্ধতির ভূমি জরিপ বাতিল হবে: ভূমিমন্ত্রী

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১৩ September ২০২৩ ০৩:২০

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১৩ September ২০২৩ ০৩:২০

অধিকারপত্র ডেক্স:

সনাতন পদ্ধতির চলমান ভূমি জরিপ বাতিল হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তিনি বলেছেন, দেশে ডিজিটাল জরিপ ছাড়া যেসব জরিপ হচ্ছে (পুরানো পদ্ধতিতে) সমস্ত জরিপ বন্ধ করে দেওয়ার জন্য আজকে নির্দেশনা দিয়েছি। ইতোমধ্যে যে জরিপ হয়েছে এগুলো বাতিল হিসাবে গণ্য হবে। আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিল,২০২৩-এর উপর সংশোধনী আলোচনায় অংশ এ নিয়ে জাতীয় সংসদকে এ তথ্য জানান ভূমিমন্ত্রী।

উল্লেখ্য, দেশে বর্তমানে বাংলাদেশ সার্ভে (বিএস) চলমান। এই জরিপটি দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন পর্যায়ে রয়েছে। ফলে বিএস জরিপ যে অবস্থায় রয়েছে তার কোন অংশের বা কোন পর্যায় থেকে বাতিল হবে মন্ত্রীর বক্তব্যে তা পরিষ্কার হয়নি।

ভূমি জরিপে দুর্নীতি নিয়ে রবিবার সংসদে বিরোধী দলের সংসদ সদস্যরা নানান অভিযোগ করেছিলেন।

মঙ্গলবারও এ নিয়ে কথা হয়। পরে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিলেরে উপর সংশোধনী আলোচনায় অংশ নিয়ে এ নিয়ে কথা বলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

জরিপ নিয়ে গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খানের বক্তব্যে একমত পোষণ করে ভূমিমন্ত্রী বলেন, আমার কাছেও সাম্প্রতিক কিছু অভিযোগ এসেছে। আমাদের উদ্দেশ্য হলো বাংলাদেশ ডিজিটাল সার্ভে। এতে আমরা হাত দিয়েছি। পাইলটিং প্রকল্প নিয়েছি পটুয়াখালী ও বরগুনাতে।

তিনি বলেন, কিছু কিছু জায়গায় জরিপ (সনাতনি জরিপ) হচ্ছে। আমার কাছে অভিযোগ এসেছে, এমনকি আমার এলাকায়ও হচ্ছে। মানুষ চরম অসন্তোষ প্রকাশ করেছেন। আমি আজকেই নির্দেশনা দিয়েছি দেশের ডিজিটাল জরিপ ছাড়া পুরনো স্টাইলে যেসব জরিপ হচ্ছে সমস্ত জরিপ বন্ধ করে দেওয়ার জন্য এবং ইতোমধ্যে যে জরিপ হয়েছে এগুলো বাতিল হিসাবে গণ্য হবে। কারণ এত কষ্ট করছি যদি দুর্নামের ভাগী হয়ে থাকি তাহলে নিরর্থক। সুতরাং যেসব জরিপ হচ্ছে, সব বন্ধ।

সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘ডিজিটাল সার্ভে পর্যায়ক্রমে হবে, এগুলো আসবে। আর ইতোমধ্যে যেসমস্ত জরিপ হয়েছে সব বাতিল। এটা আমি সংসদে দাঁড়িয়ে নিশ্চিত করতে চাই।’

ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিল সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের উদ্দেশ্য— অশান্তি কমানো, অপরাধ প্রতিরোধ করা। এ কারণে স্লোগান হচ্ছে দলিল যার, জমিন তার। শক্তি যার জমি তার— এটা রোধ করার জন্য এ আইনটা। তাই এটা নিয়ে সন্দেহের অবকাশ নেই।’

এর আগে রবিবার অপর একটি আইন পাসের সময় ভূমি জরিপে অনিয়ম ও দুর্নীতি নিয়ে আলোচনা হয়। ওইদিন বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির সদস্য রুস্তম আলী ফরাজী বলেন, ভূমি জরিপ পুরানো নিয়মে চলছে। জরিপ মানুষকে ফকির বানিয়ে দেয়। যেখানে জরিপ, সেখানেই মানুষ হচ্ছে গরিব। সংশ্লিষ্ট কর্মকর্তারা সাধারণ মানুষের কাছ থেকে নয়ছয় করে, কাগজ নাই, এটা নাই ওইটা নাই বলে টাকা নেয়। জরিপকারীরা প্রবাসীদের পরিবারের উপর জুলুম বেশি করে-এমন দাবি করে রুস্তম আলী ফরাজী জরিপে দুর্নীতি বন্ধে মন্ত্রীকে উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: