odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 23rd January 2026, ২৩rd January ২০২৬

দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ

odhikarpatra | প্রকাশিত: ২৯ October ২০২৪ ২১:২২

odhikarpatra
প্রকাশিত: ২৯ October ২০২৪ ২১:২২

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক ও কমিশনার (অনুসন্ধান) মোছা. আছিয়া খাতুন আজ পদত্যাগ করেছেন।

দুর্নীতি দমন কমিশনের একজন সিনিয়র কর্মকর্তা বাসসকে বলেন, ‘দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার পদত্যাগপত্র জমা দিয়েছেন। দুপুর আড়াইটার দিকে পদত্যাগ করার পরপরই তারা নিঃশব্দে অফিস ত্যাগ করেন।’

দুদক সচিব খোরশেদা ইয়াসমিন কার্যালয়ের গেটে তাদের বিদায় জানান। তাদের পদত্যাগের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলেও তিনি জানান।
পরে মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন।

বিকেলে নবগঠিত দুদক সংস্কার কমিশনে তাদের বৈঠকের কথা থাকলেও বৈঠকটি স্থগিত করা হয়েছে বলে জানান আরেক কর্মকর্তা।



আপনার মূল্যবান মতামত দিন: