odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ৬ December ২০২৪ ২১:৪৮

odhikarpatra
প্রকাশিত: ৬ December ২০২৪ ২১:৪৮

সারাদেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এপর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন মোট ৫১৭ জন।

এছাড়া, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৮৬ জন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ৯৫ হাজার ৭০ জন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে ৪ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪০ জন, ঢাকা উত্তর সিটিতে ৪২ জন এবং দক্ষিণ সিটিতে ৬৭ জন, খুলনা বিভাগে ১৭ জন, ময়মনসিংহ বিভাগে ১০ জন এবং সিলেট বিভাগে ২১ জন ভর্তি হয়েছেন।

এদিকে, গত এক দিনে সারা দেশে ১৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছেন ৯২ হাজার ২০০ জন।



আপনার মূল্যবান মতামত দিন: