odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 23rd January 2026, ২৩rd January ২০২৬

গাড়ি চালিয়ে ৩৫ জনকে হত্যাকারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে চীন

odhikarpatra | প্রকাশিত: ২০ January ২০২৫ ২৩:৪৫

odhikarpatra
প্রকাশিত: ২০ January ২০২৫ ২৩:৪৫

চীন সোমবার দক্ষিণাঞ্চলীয় ঝুহাই শহরে গত নভেম্বরে গাড়ি চালিয়ে ৩৫ জনকে হত্যাকারী ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এটি দেশটির এই দশকের অন্যতম ভয়াবহ হত্যাযজ্ঞ।

৬২ বছর বয়সী ফ্যান ওয়েইকিউ গত ১১ নভেম্বর ইচ্ছাকৃতভাবে একটি স্পোর্টস কমপ্লেক্সের বাইরে অনুশীলনরত মানুষের ভিড়ের ওপর একটি ছোট এসইউভি গাড়ি তুলে দেন। ২০১৪ সালের পর চীনের সবচেয়ে ভয়াবহ এই হামলায় ৩৫ জন নিহত ছাড়াও ৪৫ জন ব্যক্তি আহত হন।

বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তার উদ্দেশ্য ‘অত্যন্ত জঘন্য এবং অপরাধের প্রকৃতি অত্যন্ত গুরুতর’ উল্লেখ করে গত মাসে একটি আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়।

রাষ্ট্রীয় সম্প্রচারক সিসিটিভি সোমবার জানিয়েছে, ঝুহাইয়ের একটি আদালত ‘সুপ্রিম পিপলস কোর্ট কর্তৃক জারি করা মৃত্যুদণ্ডের আদেশ অনুসারে ফ্যান ওয়েইকিউর মৃত্যুদণ্ড কার্যকর করেছে।



আপনার মূল্যবান মতামত দিন: