odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 19th November 2025, ১৯th November ২০২৫

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করলেন ট্রাম্প

odhikarpatra | প্রকাশিত: ২১ January ২০২৫ ২০:৩০

odhikarpatra
প্রকাশিত: ২১ January ২০২৫ ২০:৩০

পূর্ব ঘোষণা অনুযায়ী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে প্রথম দিনই বেশি কিছু চমক দেখিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল করেছেন তিনি।

স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কয়েক ঘণ্টার মধ্যে এ সম্পর্কিত এক নির্বাহী আদেশে সই করেন তিনি।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে আজ এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অবৈধভাবে বা শিক্ষা-পর্যটনসহ সাময়িক ভিসায় যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দিলে সেই সন্তান মার্কিন নাগরিকত্ব পাবে না। তবে বাবা-মায়ের কেউ আমেরিকান নাগরিক হলে সন্তান জন্মের পরই মার্কিন নাগরিক হিসেবে স্বীকৃতি পাবে।

প্রেসিডেন্ট ট্রাম্প আদেশে সই করার সময় স্বীকার করেন যে, জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার যেহেতু দেশের সংবিধানে নিশ্চিত করা আছে, তার এই আদেশ আইনগত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

তিনি বলেন, তার বিশ্বাস এই বিধান বদলানোর জন্য ভালো আইনগত যুক্তি আছে।

একই দিন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ৭৮টি নির্বাহী আদেশও বাতিল করে দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এছাড়া ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িতদের সাধারণ ক্ষমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসা, পশ্চিম সীমান্তে জরুরি অবস্থা জারি ঘোষণাসহ একাধিক নির্বাহী আদেশে সই করেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।



আপনার মূল্যবান মতামত দিন: