odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 19th November 2025, ১৯th November ২০২৫

কিউবাকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পুনরায় তালিকাভুক্ত করেছেন ট্রাম্প

odhikarpatra | প্রকাশিত: ২১ January ২০২৫ ২০:৩১

odhikarpatra
প্রকাশিত: ২১ January ২০২৫ ২০:৩১

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প সোমবার অভিষেকের পর কিউবাকে সন্ত্রাসবাদের মদতদাতা রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছেন, খবর এএফপি’র।

বিদায়ের আগ মুহূর্তে ডেমক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন কিউবাকে সন্ত্রাসের মদতদাতা রাষ্ট্র হিসাবে তালিকা থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত দিয়েছিলেন।

আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের এক ঘণ্টা পর হোয়াইট হাউজ বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাহী আদেশের এক লম্বা তালিকা বাতিল করে দিয়েছেন। এর মাঝে কিউবার সন্ত্রাসবাদের ইস্যুটিও রয়েছে।

প্রেসিডেন্ট জো বাইডেনের ঐ ঘোষণার পর কিউবা ৫২৩ জন বন্দীকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। যার মধ্যে ছিলেন ২০২১ সালের গণআন্দোলনে আটক কিউবার বিরোধী দলীয় নেতা ড্যানিয়েল ফেরার।

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক প্রতিক্রিয়ায় লিখেছেন, ডোনাল্ড ট্রাম্প এরকম আচরণ করছে তার অহংবোধ থেকে। যা সত্যের প্রতি অশ্রদ্ধা।

তিনি আরও লিখেছেন, ট্রাম্পের এরকম সিদ্ধান্তে আমি বিস্মিত হইনি। তার লক্ষ্য হচ্ছে আধিপত্য বজায় রাখতে কিউবার বিরুদ্ধে ভয়ানক এক অর্থনৈতিক যুদ্ধ চালিয়ে যাওয়া।

সন্ত্রাসের মদতদাতা রাষ্ট্র হিসেবে আমেরিকার এই তালিকায় কিউবা ছাড়া আর যে সব তিন দেশ আছে। সেগুলো হল: ইরান, উত্তর কোরিয়া ও সিরিয়া।



আপনার মূল্যবান মতামত দিন: