odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 19th November 2025, ১৯th November ২০২৫

ভারতে ধর্মীয় সমাবেশে মঞ্চ ধসে ৫ জন নিহত

odhikarpatra | প্রকাশিত: ২৮ January ২০২৫ ২৩:২৫

odhikarpatra
প্রকাশিত: ২৮ January ২০২৫ ২৩:২৫

উত্তর ভারতের একটি ধর্মীয় সমাবেশ চলাকালে কাঠের মঞ্চ ধসে মঙ্গলবার কমপক্ষে পাঁচজন ভক্ত নিহত এবং আরও ৪০ জন আহত হয়েছেন বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।

ভারতের লখনউ থেকে এএফপি এ খবর জানায়।

জেলা ম্যাজিস্ট্রেট অস্মিতা লাল এএফপিকে বলেন, একটি কাঠের তৈরি মঞ্চ ধসে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং চল্লিশজন আহত হয়েছেন।

এনডিটিভি নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, জৈন দেবতা আদিনাথের মুক্তি উপলক্ষে প্রতি বছর উৎসবের সময় এই কাঠের মঞ্চটি তৈরি করা হয়।

দুর্বল ভিড় ব্যবস্থাপনা এবং নিরাপত্তা ত্রুটির কারণে ভারতের প্রধান ধর্মীয় উৎসবগুলোতে মারাত্মক দুর্ঘটনা ঘটে থাকে।

২০১৬ সালে দক্ষিণ কেরালা রাজ্যের একটি মন্দিরে হিন্দু নববর্ষ উপলক্ষে নিষিদ্ধ আতশবাজি প্রদর্শনের সময় এক ভয়াবহ বিস্ফোরণে আরও ১১২ জন মারা যান।

জৈন ধর্ম একটি প্রাচীন ভারতীয় ধর্ম। ভারতের ১.২৫ বিলিয়ন মানুষের এক শতাংশেরও কম লোক এই ধর্ম অনুসরণ করে। যা অহিংসা, কঠোর নিরামিষভোজী এবং ছোট-বড় সকল প্রাণীর প্রতি ভালোবাসা প্রচার করে



আপনার মূল্যবান মতামত দিন: