odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে চট্টগ্রামে দু’জনের মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ১৮ May ২০২৫ ১৯:১৮

odhikarpatra
প্রকাশিত: ১৮ May ২০২৫ ১৯:১৮

চট্টগ্রাম নগরের জিইসি এলাকায় ভবনের নিচে জমে থাকা পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু হয়েছে।


আজ সকালে নগরীর এম এম আলী রোডের শহীদ আব্দুল হালিম কলেজের পাশে বশর ভিলার নীচ তলায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- জেলার মিরসরাই উপজেলার পূর্ব গোলমগরা এলাকার নুর জাহানের ছেলে তৈয়ব (৪৫) এবং কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার জাবিরপাড়া এলাকার হুমায়ুনের ছেলে রবিউল (১৪)। নিহত তৈয়ব ভবনটিতে দারোয়ানের কাজ করতেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় দু’জনকে হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনরা এলে মরদেহ হস্তান্তর করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: