odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

চট্টগ্রামে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, স্বর্ণ ও টাকা উদ্ধার

odhikarpatra | প্রকাশিত: ১৮ May ২০২৫ ২৩:১৭

odhikarpatra
প্রকাশিত: ১৮ May ২০২৫ ২৩:১৭

চট্টগ্রামে কোতোয়ালি থানার রেলওয়ে পাবলিক হাইস্কুল এলাকা থেকে এক ব্যক্তির ২৫ লাখ টাকা মূল্যের স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় মো. আরমান(৩৬) ও সাজু কুমার বণিক(৩০) নামে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাই করা স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

আজ রোববার বিকেলে নগর পুলিশের পক্ষ হতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল শনিবার রাতে নগরীর চান্দগাঁও থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের সাথে জড়িত ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে ১৩ ভরি স্বর্ণ ও নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গত ৮ মে সকাল ১০টার দিকে অভিষেক বড়ুয়া নামে এক ব্যক্তি ২৫ লাখ টাকা মূল্যের ৪টি স্বর্ণের চুরি নিয়ে হাজারী গলির দিকে যাওয়ার পথে রেলওয়ে পাবলিক হাইস্কুলের বিপরীত পাশে কুলিয়ারচর সিএনজি স্টেশনের সামনে থেকে অজ্ঞাত ছিনতাইকারীরা তা ছিনিয়ে নেয়। এসময় দুইটি মোবাইল ফোনও তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়।

আসামিদের জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানিয়েছে, লুট করা স্বর্ণের ৪টি চুরি গলিয়ে তারা একাধিক চুরি তৈরি করেছে। তাদের বিরুদ্ধে ৩৯২ পেনাল কোড অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আরমানের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও মাদক সংক্রান্ত মোট ৭ টি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।



আপনার মূল্যবান মতামত দিন: