odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন

odhikarpatra | প্রকাশিত: ২৯ August ২০২৫ ২৩:৩০

odhikarpatra
প্রকাশিত: ২৯ August ২০২৫ ২৩:৩০

অধিকার পত্র ডটকম প্রতিবেদন

বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

সন্ধ্যায় গুলশানের বাসভবন থেকে তিনি বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন এবং রাত ৮টা ২০ মিনিটে হাসপাতালে পৌঁছান। সেখানে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সেবা গ্রহণের পর রাত পৌনে ১২টার দিকে তিনি বাসায় ফিরে আসেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, হাসপাতালে যাওয়ার সময় এবং ফেরার পথে বিএনপির মহাসচিবসহ শীর্ষ নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

এর আগে, ২০২৫ সালের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। লন্ডনের একটি ক্লিনিকে ১৭ দিন ভর্তি থেকে চিকিৎসা নেন তিনি। পরে ২৫ জানুয়ারি থেকে লন্ডনে তারেক রহমানের বাসায় চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকেন।

দেশে ফিরে আসার পর (৬ মে) থেকে তিনি ঢাকার গুলশানের বাসায় এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

প্রায় ৮০ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা জটিল রোগে ভুগছেন। লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় ঝুঁকির বিষয় বিবেচনায় চিকিৎসকরা লিভার প্রতিস্থাপনের সিদ্ধান্ত থেকে বিরত থাকেন।


???? অধিকার পত্র ডটকম – মানুষের অধিকারে, সত্যের সাথে।



আপনার মূল্যবান মতামত দিন: