-2025-10-02-21-15-45.jpg)
বিশেষ সম্পাদকীয় নোট
বাংলা সঙ্গীতের ভুবনে এক অনন্য উচ্চারণের নাম **নগর বাউল জেমস**।
আজ তাঁর ৬১তম জন্মদিনে অধিকারপত্র.কম শ্রদ্ধাভরে স্মরণ করছে সেই শিল্পীকে, যিনি শুধু গান গেয়ে যান না—গানের মধ্য দিয়ে তুলে ধরেন প্রজন্মের যন্ত্রণা, প্রেম, প্রতিবাদ ও প্রত্যয়।
সাদা পাঞ্জাবি, কাঁধে ঝোলানো গিটার, আর গভীর অথচ আর্দ্র এক কণ্ঠ—এই চিরচেনা রূপে আবির্ভূত হন এক যাদুকর, যিনি গানের ভাষায় বলেছেন মানুষের কথা, শহরের হাহাকার আর অন্তহীন ভালোবাসার গল্প। “তোমরাই আমার জান, তোমরাই আমার প্রাণ”—এই একটি বাক্যে প্রতিফলিত হয় একজন শিল্পীর সরলতা, শ্রোতার প্রতি অকৃত্রিম মমতা।
নগর বাউলের গান কেবল বিনোদন নয়, তা একধরনের সাংস্কৃতিক প্রতিবাদ, শহুরে বাউলিয়ানা, আত্মনির্ভর এক কণ্ঠস্বর—যেখানে জীবনের অসংখ্য বঞ্চনা, প্রেম, বিচ্ছেদ, মুক্তি ও প্রতিবাদ ধ্বনিত হয় ছন্দে ও সুরে।
একটি সমাজ তখনই সমৃদ্ধ হয়, যখন তার সংস্কৃতি সত্য ও সংবেদনার কথা বলে। নগর বাউল জেমস সেই সত্যভাষী সুরকার, যিনি জনপ্রিয়তার চৌকাঠ পেরিয়ে হয়ে উঠেছেন সংস্কৃতি-প্রেমী জনগণের এক অবিচ্ছেদ্য আবেগ।
অধিকারপত্র.কম বিশ্বাস করে, সৃষ্টিশীলতা ও মানবিকতার যে মেলবন্ধন জেমস প্রতিষ্ঠা করেছেন, তা আমাদের সাংস্কৃতিক ইতিহাসে এক মূল্যবান সংযোজন।
এই প্রজন্ম, এবং আগামী প্রজন্ম যেন তাঁর গান, চেতনা ও বার্তা থেকে অনুপ্রাণিত হয়—এমনটাই কামনা করি।
শুভ জন্মদিন নগর বাউল জেমস।
গেয়ে যান মানুষের গান, ন্যায়ের গান, জীবনের গান।
**জন্মদিন শুভ হোক নগর বাউল জেমস!**
চিরকাল গেয়ে যান মুক্তির গান, জীবনের গান, মানুষের গান।
আর এই বিখ্যাত তারকার জন্মদিনে বিশেষ প্রতিবেদন লিখেছেন অধিকারপত্রের বিশেষ প্রতিবেদক মো. সাইদুর রহমান (বাবু)।পড়ুন সাদা পাঞ্জাবি গিটার হাতে এক ম্যাজিশিয়ানের গল্প
– অধিকারপত্র.কম
"আমরা মানুষের কথা বলি, ন্যায়ের পাশে থাকি, সত্যকে পরিবেশন করি।"
এই বাংলা সঙ্গীত কিংবদন্ত‘র মতো অধিকারপত্রও গেয়ে যাচ্ছে মুক্তির গান, জীবনের গান, মানুষের গান।
— লেখক: ড. মুহাম্মদ মাহবুবুর রহমান (লিটু), অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং উপদেষ্টা সম্পাদক, আমাদের অধিকা্রপত্র, odhikarpatranews@gmail.com
আপনার মূল্যবান মতামত দিন: