odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 3rd December 2025, ৩rd December ২০২৫
গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে জানিয়েছে বিএনপি। তার অসুস্থতার কারণে বিজয় দিবসের সব কর্মসূচি স্থগিত করা হয়েছে।

চিকিৎসায় রেসপন্স’ করছেন খালেদা জিয়া, গুরুতর অবস্থায়ও অবনতি নেই—বিএনপির সব কর্মসূচি স্থগিত

odhikarpatra | প্রকাশিত: ৩০ November ২০২৫ ২৩:৪২

odhikarpatra
প্রকাশিত: ৩০ November ২০২৫ ২৩:৪২

ঢাকা | ৩০ নভেম্বর ২০২৫অধিকার পত্র ডটকম :

ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে চিকিৎসার প্রতি সাড়াও দিচ্ছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে তার শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হয়নি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, অসুস্থতার কারণে বিজয় দিবস ঘিরে নির্ধারিত সব কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।


এর মধ্যে ছিল পহেলা ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ‘মশাল রোড শো’ এবং ১৬ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মহাসমাবেশ।
বিএনপি চেয়ারপার্সনের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে ।

কর্তৃপক্ষ বা সংশ্লিষ্টদের বক্তব্য:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “ম্যাডামের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। নতুন করে অবনতি হয়নি, তবে বড় ধরনের উন্নতির খবরও পাইনি।”
অন্যদিকে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া বর্তমানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (CCU) চিকিৎসাধীন এবং চিকিৎসা গ্রহণে সক্ষম হচ্ছেন—যা চিকিৎসকরা তুলনামূলকভাবে আশাব্যঞ্জক হিসেবে দেখছেন।

চিকিৎসক সূত্রে জানা গেছে, ডাকলে মাঝে মাঝে তিনি সাড়া দিচ্ছেন। গত তিন দিনের তুলনায় পরিস্থিতি কিছুটা স্থিতিশীল বলে মনে করা হচ্ছে। নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর ২৩ নভেম্বর তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: