odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫
যথাসময়ে কোটা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পেলেই কোটা ব্যবস্থা বাতিলের বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে :মোজাম্মেল হক খান।

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১২ April ২০১৮ ১৯:৩৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১২ April ২০১৮ ১৯:৩৪

আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরের উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে  জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান বলেন

 প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পেলেই সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা ব্যবস্থা বাতিলের বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছেন 
মোজাম্মেল হক খান বলেন, ‘প্রধানমন্ত্রীর পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করছি। 
তিনি বলেন, যথাসময়েই কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি হবে। তাড়াহুড়ার কিছু নেই। এখনই কোনও নিয়োগ হচ্ছে না। তাতে রাষ্ট্রেরও কোনও ক্ষতি হচ্ছে না।
প্রধানমন্ত্রী প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বার্থ রক্ষার বিষয়ে বলেছেন, এটি কীভাবে কার্যকর হবে জানতে চাইলে জনপ্রশাসন সচিব বলেন, আমরা পুরো বিষয়েই প্রধানমন্ত্রীর নির্দেশের অপেক্ষায় আছি। তিনি যেভাবে বলবেন সেভাবেই প্রজ্ঞাপন হবে। আমাদের পরবর্তী কাজ প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়া। 
তিনি বলেন, অনেকেই এ বিষয়ে নানা ধরনের বক্তব্য দিচ্ছেন, তাতে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। এটি অত সহজ বিষয় নয়। কিছুটা জটিলও। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর সবকিছুই বোঝা যাবে।



আপনার মূল্যবান মতামত দিন: