odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

যুক্তরাষ্ট্র ও কানাডা আলোচনায় বসছে  নাফটা পুনরায় শুরু করতে

gazi anwar | প্রকাশিত: ২৮ August ২০১৮ ১৫:৩৫

gazi anwar
প্রকাশিত: ২৮ August ২০১৮ ১৫:৩৫

 

 

মেক্সিকোর সঙ্গে চুক্তি ঘোষণার পর মার্কিন বাণিজ্য কর্মকর্তারা উত্তর আমেরিকার শুল্ক মুক্ত অবাধ বাণিজ্য চুক্তি নাফটা পুনরায় শুরু করার লক্ষ্যে মঙ্গলবার কানাডার সঙ্গে আলোচনা শুরু করছে। খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্র ও মেক্সিকো ২৫ বছরের পুরনো নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (নাফটা) নিয়ে মাসের পর মাস আলোচনার পর সোমবার তারা নতুন একটি চুক্তির ঘোষণা দেয়। এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ট্রাম্পের সঙ্গে ফোনালাপে নতুন নাফটা চুক্তির বিষয়ে জোর দেন।
ফোনালাপের ব্যাপারে ট্রুডোর কার্যালয় থেকে জানানো হয়, নাফটা নিয়ে দুই নেতার মাঝে গঠনমূলক আলোচনা হয়েছে।
কানাডার পররাষ্ট্র মন্ত্রী ক্রিসটিয়া ফ্রিল্যান্ড ইউরোপ সফর স্থগিত রেখে মার্কিন বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইথাইজারের সঙ্গে আলোচনা করতে দ্রুত ওয়াশিংটন ফিরে আসেন।
মেক্সিকোর নির্বাচিত প্রেসিডেন্ট এনড্রেস ম্যানুয়েল লোপেজ ওবরাডোর ত্রিপক্ষীয় বাণিজ্য চুক্তির আহ্বান জানিয়ে বলেন, নতুন নাফটা চুক্তিতে কানাডাকে অন্তর্ভূক্ত করা জরুরি।



আপনার মূল্যবান মতামত দিন: