odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

ম্যারাথন দৌড়ে মুখ থুবড়ে পড়লেন ভারতীয় মন্ত্রী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৬ October ২০১৮ ১৬:০৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৬ October ২০১৮ ১৬:০৯

ভারতের কর্নাটকের শিক্ষামন্ত্রী জি তাম্মেগৌডা দেবেগৌডা ধুতি পরে ম্যারাথন দৌড়ে অংশ নেন। ধুতিকে তিনি লুঙ্গির মতো করে পরেন এবং একপর্যায়ে ধুতি ধরেই দৌড়াতে শুরু করেন।

আর তাতেই মুখ থুবড়ে পড়লেন এ মন্ত্রী।

বিজয়া দশমী উপলক্ষে মহীশূরে আয়োজিত এক হাফ ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছিলেন কর্নাটকের শিক্ষামন্ত্রী।

পরনে ছিল সেখানকার ঐতিহ্যবাহী ধুতি। কিছুটা দৌড়ানোর পরেই তিনি শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেন এবং উপুর হয়ে পড়ে যান।

আর সেই ঘটনার ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।-খবর ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ডের



আপনার মূল্যবান মতামত দিন: